অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বেই সুষ্ঠু সংস্কার সম্পন্ন চায় দেশবাসী

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বেই সুষ্ঠু সংস্কার সম্পন্ন চায় দেশবাসী

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ

ফোরামের জরুরী সভা


দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের তৃতীয় তলাস্থ অস্থায়ী কার্যালয়ে শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় অনুষ্টিত হয়।

কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন,  ১৯৭৯ সালের  ন্যায়পাল গঠন ছিল নামমাত্র ন্যায়পাল। মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাহেবের জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষনেও ন্যায়পালের কথা উল্লেখ করেছেন। ন্যায়পাল গঠন করতে হলে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি সহ সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি বন্ধে শক্তিশালী ন্যায়পাল গঠন করতে হবে। পাশাপাশি এর আর্থিক যোগানটা নিশ্চিত করতে হবে। ওয়ান-ইলিভেনের সময়ে শীর্ষ দুর্নীতির দায়ে অভিযুক্তসহ বড়বড় দুর্নীতির মামলাগুলো নির্বাহী আদেশে প্রত্যাহার করার রেওয়াজ বাতিল করতে হবে। সকল দুর্নীতির মামলা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।   ২০২৪ এর গণঅভ্যুন্থানে আত্মদানকারী বীর শহীদদের মা-বাবারা বলেছেন, নুন-ভাত খেয়ে জীবনধারণ করবো তবে আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে রাষ্ট্র সংস্কার সফল করতে হবে। প্রধান রাজনৈতিক দলগুলো সংস্কার নিয়ে কথা বলছেন, অথচ তারা দুই-তিনবার গদিতে থাকাকালীন সময়ে রাষ্ট্র সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কাজ করেননি। তাদের সংস্কারের বক্তব্য ও প্রস্তাব ভাওতাবাজি ছাড়া কিছুই নয়।

সভায় ৭১’র মহান মুক্তিযুদ্ধ ও মীমাংসিত জাতীয় বিষয়গুলো নিয়ে বিতর্ক ও কথা না বলার জন্য বিপ্লবী সরকার ও  সহযোগীদের হুশিয়ার থাকার আহবান জানান। জন দুর্ভোগ লাঘবে নিত্যপণ্য ও জীবনরক্ষাকারী ঔষধের দাম এবং আইনশৃঙ্খলা সহ গণঅভ্যুন্থানের লক্ষগুলো বাস্তবায়নের লক্ষে সর্বদা সজাগ ও প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সভায় বক্তারা বলেন, পাথর কোয়ারী থেকে প্রায় শত শত কোটি টাকার পাথর লুটকারীর পরিচয় গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। গণমাধ্যমে আসা ওসমানী বিমানবন্দর উন্নয়ন কাজে দুর্নীতিসহ সিলেটের সকল দুর্নীতির অভিযোগগুলো খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে দ্রুত দুর্নীতি মামলা দায়ের করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান বক্তারা। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ নভেম্বর বেলা ২টায় নগরীর কোর্টপয়েন্টে সংস্কার শেষে জতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এক গণসমাবেশ কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা ড. রমেন্দ্রনাথ ভট্টাচার্য, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচায্য, অরুণ চন্দ্রনাথ এডভোকেট প্রমুখ।