শাবির আবাসিক হল থেকে আরও অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪

শাবির আবাসিক হল থেকে আরও অস্ত্র উদ্ধার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলের বিভিন্ন কক্ষে উদ্ধার অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় বিপুল পরিমাণ জিআই পাইপ, রামদা, চাইনিজ কোড়াল, চাকু, নেশা সরঞ্জাম, মদের বোতল, স্ট্যাম্প, রড ও হেলম্যাট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ।

তিনি জানান, গত ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির অভিযানে এবং ১০ অক্টোবর হলের কর্মচারীরা কক্ষ পরিষ্কার করতে গিয়ে দেশীয় অস্ত্র ও মাদক সামগ্রীগুলো উদ্ধার করেন। অস্ত্রগুলো শাহপরাণ হলের ১০৬, ২০২, ৪১৭, ৪১৯, ৪২৩, ৪২৪ ও ৪২৭ নম্বর কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে শাহপরাণ হলের প্রভোস্ট ইফতেখার আহমদ বলেন, যে সব রুমগুলোতে অবৈধ সরঞ্জাম গুলো পাওয়া গেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে যদি কেউ এই ধরনের অপরাধমূলক কাজে জড়িত পাওয়া যায় তাদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাদের রুমে এই অস্ত্র ও মাদক সামগ্রী পাওয়া গেছে এদের কেউ যদি হলের নতুন সিট বণ্টন প্রক্রিয়ায় সিট পেয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এরআগে গত ১৭ জুলাই শাবির শাহপরাণ হলের ২১০, ২১১, ২১৫, ৪২৩, ৪২৪, ৪২৭, ৪২৯ নম্বর কক্ষ এবং বঙ্গবন্ধু হলের বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনায় করেন শিক্ষার্থীরা। অভিযানে দুইটি হল থেকে ১টি শটগান, ১টি রিভলবার, দেড়শতের অধিক মদের বোতল, তিনটা চেইন, একশত স্টীলের পাইপ, ১০টি রামদা, ১২টা চাকু, ১০০ গ্রাম গাঁজা, ১টা হাতুড়ি ও ১টি হেলমেট উদ্ধার করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট