৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দূর্গাপুজা উপলক্ষ্যে উপহার সামগ্রী কাপড় বিতরণ করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার সিলেট নগরীর ৩২নং ওয়ার্ডের শাম সুন্দর জিউড় আখড়ায় উপহার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে ইমদাদ চৌধুরী বলেন, হিন্দুরা আমাদের ভাই। যে যার ধর্ম পালন করবে। ইসলাম ধর্মে বৈষম্যের কোনো স্থান নেই। অন্য কোনো দল ষড়যন্ত্র করে হিন্দু ভাইদের ক্ষতি করে বিএনপির ওপর দোষ চাপাতে পারে। তাই দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক পূজামণ্ডপ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাহারা দেবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরোও বলেন, দেশে কোন সংখ্যালঘু নেই। এই শব্দটি পতিত আওয়ামী লীগের সৃষ্টি। আমরা সবাই এ দেশের নাগরিক। সবাই সবার সুখে-দুঃখে পাশে থাকি। এটা আমাদের দেশের ধর্মীয় সম্প্রতির অন্যতম নিদর্শন।
শাম সুন্দর জিউড় আখড়া কমিটির সিনিয়র সহ-সভাপতি বিজয় কুমার দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টুটুল দেব’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাম সুন্দর জিউ আখড়া কমিটির সহ-সভাপতি নীলেন্দ্রু ভুষন দে অনুজ, ৩১ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক রাজন মিয়া, ৩২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম, ৩৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, ৩৪ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক পংকি মিয়া, ৩৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কাজী মুহিবুর রহমান, ৩২ ওয়ার্ড বিএনপির সদস্য বশির আহমদ, সায়েদ আহমদ, হাবিবুর রহমান হাবিব, সুহেল আহমদ, হেলাল আহমদ, ইমরান আহমদ ইমু, ৩৫নং ওয়ার্ড বিএনপির সদস্য খুরশেদুর রহমান খুশু, মাহি উদ্দিন মুহিন, নুরুল হক মাসুম, ৩৩নং ওয়ার্ড বিএনপির সদস্য গিয়াস উদ্দিন, ৩৬নং ওয়ার্ড সদস্য দবির মিয়া মেম্বার, খবির আহমদ, নজরুল ইসলাম, বিজয় কুমার নাথ, দেবপুর মুড়িয়া সমাজ কল্যাণ পুজা কমিটির সভাপতি বিব্যেন্দু রজত, সাধারণ সম্পাদক অভিজিত দে সুমন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু মোতাকাব্বির চৌধুরী সাকি, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রউফুজ্জামান কায়সার, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক রফিক দেওয়ান, মহানগর যুবদলের সদস্য গাজী হারুণ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাফওয়ান কোরেশী, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা বেলাল আহমদ, তারেক আহমদ, নাসির জায়গীরদার, পাবেল আহমদ, সেলিম আহমদ, আব্দুল মালেক, জাসাসের সাবেক সহ-সভাপতি তারেকুল ইসলাম। বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D