বিদ্যুতের ৩৩ কেভি লাইনে ক্রুটি, সিলেটে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪

বিদ্যুতের ৩৩ কেভি লাইনে ক্রুটি, সিলেটে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট

সিলেট নগরীতে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট চলছে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে অতিষ্ট জনজীবন।

বুধবার সন্ধ্যার পর থেকে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, জেলরোড, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়কসহ বিভিন্ন জাগায় সব মিলিয়ে রাত সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এক ঘন্টাও বিদ্যুৎ ছিল না। এরআগে দিনের বেলায়ও বেশ ক’বার লোডশেডিং করা হয়েছে।

ভয়াবহ এ বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানিয়েছে বিদ্যুৎ অফিস। তারা জানায়- বিদ্যুতের ৩৩ কেভি এমসি কলেজ ফিডার/লাইনের জাম্পার আউট হওয়ায় দপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

তারা জানায়, কারিগরী টিম ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট