জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টাকে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের অভিনন্দন

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৪

জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টাকে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের অভিনন্দন

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ, কলামিস্ট, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান অন্তর্বর্তীকালীন সরকারের জ¦ালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পরপরই প্রথম বৈঠকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন (দায়মুক্তি বা কালো আইন) স্থগিত, বিনা টেন্ডারে আর কোন প্রকল্প গ্রহণ না করা, নির্বাহী আদেশে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর ক্ষমতা খর্ব ও গণশুনানির পদ্ধতি বাতিল করে নির্বাহী আদেশ গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর নীতিকে স্থগিত ঘোষণা করায় লক্ষ লক্ষ অসংগঠিত নির্দোষ সরল প্রাণ নিরীহ গ্রাহকদের পক্ষ থেকে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, বিদ্যুৎ বিভাগে হয়েছে মহাদুর্নীতি। শুধু ক্যাপাসিটি চার্জের নামেই বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে জনগণের পকেট থেকে নেয়া হয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। গত ১৫ বছর ১৮ বার বিদ্যুৎ ও দফায় দফায় গ্যাসের দাম বাড়িয়ে মানুষকে আার্থিক নির্যাতন করা হয়েছে। ৩ বছরের চুক্তির মাধ্যমে চালু কুইক রেন্টাল ১৫ বছরেও বন্ধ করা হয়নি।

নেতৃবৃন্দ মন্ত্রণালয়ের ১ম বৈঠকে জ¦ালানি উপদেষ্টার বক্তব্যগুলো খুব যথার্থ, সময়োপযোগী ও প্রশংসনিয়। নেতৃবৃন্দ জ¦ালানি উপদেষ্টার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এবং দেশের দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থে গ্যাস-বিদ্যুতের দাম কমানো সহ ক্যাপাসিটি চার্জ প্রদান বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সিলেট সহ দেশে ঘন ঘন লোডশেডিং বন্ধ ও বিদ্যুৎ বিভাগের ভোগান্তিগুলো দূর করা সহ গণমাধ্যমে প্রকাশ ১ শতাংশ সিস্টেম লস এর জন্য জনগণকে গুণতে হয় ৭ শত কোটি টাকা। অংকের হিসাবে মোট ৭ হাজার ৭ শত কোটি টাকা। অর্থাৎ বছরে প্রায় ৩৪ হাজার কোটি টাকা সিস্টেম লস বন্ধ করা সহ বিদুতের প্রিপেইড মিটার রিচার্জ ভোগান্তি দূর করে গ্যাসের মত মানসম্পন্ন বিদ্যুতের প্রিপেইড মিটার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জোর দাবী জানান। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট