আজ সিলেটে কারফিউ শিথিল ১৫ ঘন্টা

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২৪

আজ সিলেটে কারফিউ শিথিল ১৫ ঘন্টা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধে চলমান কারফিউ আজ বুধবার সিলেটে ১৫ ঘন্টা শিথিল থাকবে।

মঙ্গলবার (৩০ জুলাই) রাতে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৩১ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় কারফিউ শিথিল থাকবে।

কোটা সংস্কার আন্দোলন নাশকতায় রূপান্তরিত হলে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে কারফিউ ঘোষণা করা হয। এরপর থেকে তা বহাল থাকলেও জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন সময়ে তা শিথিল রাখা হয়।

মঙ্গলবারও সিলেটে কারফিউ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিথিল করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট