ইউনিয়ন পরিষদের সার্ভার রুমে ভাঙচুর ও চুরি!

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৪

ইউনিয়ন পরিষদের সার্ভার রুমে ভাঙচুর ও চুরি!

ইউনিয়ন পরিষদের সার্ভার রুমের তালা ভেঙ্গে ভাংচুর ও চুরির ঘটনার অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ জুলাই) রাতে সুুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ সচিব চুরির ঘটনার ওই তথ্য নিশ্চিত করেন।

পরিষদের সচিব মো. লিটন মিয়া জানান, শুক্রবার রাতের কোন এক সময় একদল সংঘবদ্ধ চোর পরিষদের দোতলায় থাকা সার্ভার রুমের তালা ভেঙ্গে ডুকে ওই রুমে ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করার উদ্দ্যেশে ভাংচুর করে। সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা একই রাতে পরিষদের নীচ তলায় থাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের রুমের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে একটি ব্যাটারী, একটি আইপিএস, একটি টাওয়াল, রুম থেকে ছাদ অবধি আইপিএস’র সংযোগ তার চুরি করে নিয়ে যায়।

ওই চুরির ঘটনায় পরিষদের প্রায় সোয়া লাখ টাকার মামলামাল খোয়া গেছে জানিয়ে সচিব বলেন, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে, নেটওয়ার্ক জঠিলতার কারনে অনলাইনে সাধারন ডায়রি করা সম্ভব হয়নি, রবিবার থানায় গিয়ে সাধারন ডায়রী করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট