বিশ্বনাথে দুই ট্রাক বোঝাই ৪০০ বস্তা চিনি আটক

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৪

বিশ্বনাথে দুই ট্রাক বোঝাই ৪০০ বস্তা চিনি আটক

পাচারকালে দুই ট্রাক ভর্তি চিনি আটক করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। ট্রাক দুটিতে আনুমানিক ৪০০ বস্তা চিনি রয়েছে।

সোমবার (৮ জুলাই) সকাল ১১টায় বিশ্বনাথ-লামাকাজী সড়কের পৌরশহরের জানাইয়া গেইটের সম্মুখ থেকে এই ট্রাক দুটি আটক করা হয়। এসময় পুলিশ দেখে ট্রাক চালকরা পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১০টায় পৌরশহরের জানাইয়া গেইটের সামনে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ঢাকা মেট্রো ড-১২-৫৫৪৯ একটি ট্রাক ভর্তি চিনি আটক করা হয়। এরপর একই চালানের আরও একটি ট্রাক ভর্তি চিনি আটক করেন বিশ্বনাথ থানা পুলিশের এসআই শেখ আলী আজহার।

এ বিষয়ে বিশ্বনাথ থানা পুলিশের এসআই শেখ আলী আজহার সাংবাদিকদের জানান, ট্রাক আটকের পর চিনির মালিক চিনি নিলামের কাগজ দেখিয়েছেন। এজন্য সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় সত্যতা যাচাই করতে যোগাযোগ অব্যাহত আছে। সেখানে যাচাইয়ের পর ভারতীয় চিনি কিনা তা বলা যাবে।

দুই ট্রাক ভর্তি চিনি আটকের সত্যতা জানিয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী সাংবাদিকদের বলেন, আটক চিনি ভারতীয় কিনা তা যাচাইবাছাই করা হচ্ছে। তবে, যাচাই বাছাইয়ের পর ভারতীয় চিনি হলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট