বিদ্যুতের দাবিতে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুন ৮, ২০২৪

বিদ্যুতের দাবিতে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ

Manual5 Ad Code

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে রেখেছিল গ্রাহকরা। শনিবার (৮ জুন) বিকেল ৪টায় দলইরগাঁও রাস্তার সামনে এ অবরোধ করেন গ্রহকরা। এ সময় প্রায় আধাঘন্টা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে কোম্পানীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ এর ডিজিএমের আশ্বাসে তারা রাস্তা থেকে অবরোধ তুলে নেয়।

Manual7 Ad Code

এ সময় ডিজিএম বলেন, আগামী ২দিনের মধ্যে অচল লাইনগুলো সচল করে যথাসম্ভব নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হবে।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমদ, থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান, দক্ষিণ রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, ওয়ার্ড সদস্য জামাল উদ্দিন।

Manual8 Ad Code

অবরোধকারীরা জানান, দলইরগাঁও, খাগালইল, মহেশখের ও কায়েতগাঁও এলাকায় গত কয়েকদিন থেকে একটানা ১২ থেকে ১৫ ঘন্টা বিদ্যুৎ থাকে না। অফিসে ফোন দিলে খারাপ ব্যবহার করে। এমন পরিস্থিতিতে আমাদের আর কোন উপায় ছিল না।

কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী জানান, ঝড়তুফানের কারণে ঐ এলাকার বিদ্যুতের লাইনগুলোতে কিছুটা সমস্যা হয়েছিল। এগুলো সংস্কার করা হচ্ছে। আশাকরি আগামী ২দিনের মধ্যে বিষয়টি সমাধান হয়ে যাবে। অফিসে ফোন দিলে কেউ খারাপ ব্যবহার করার কথা নয়। যদি এমনটি হয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code