শাবিতে শীতের ছুটি শুরু

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৩

শাবিতে শীতের ছুটি শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মোট ১০ দিন ক্যাম্পাস বন্ধ থাকবে। এ তথ্যটি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।

তিনি বলেন, শীতকালীন ছুটি উপলক্ষে ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কাজ ও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ৩১ ডিসেম্বর থেকে যথারীতি অফিস ও ক্লাস-পরীক্ষা শুরু হবে। এছাড়া আগামী ৭ জানুয়ারি ক্যাম্পাস বন্ধ থাকবে।

তবে ৩১ ডিসেম্বর থেকে নির্বাচন পর্যন্ত কোনো ছুটির সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের আগে ক্যাম্পাস খোলা থাকবে, এসময় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জানুয়ারি প্রথম সপ্তাহ ছুটি থাকবে কি থাকবে না; সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, ছুুটি কিংবা ক্যাম্পাস বন্ধ থাকলে অনেক শিক্ষার্থী নিজেদের বাড়িতে চলে যান। হলে শিক্ষার্থী তখন কম থাকায় আবাসিক হলের ডাইনিং ক্যান্টিনও অনেক সময় বন্ধ থাকে বলে জানান শিক্ষার্থীরা। এতে খাবার খেতে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। তবে ক্যাম্পাস বন্ধ থাকলেও আবাসিক হল খোলা থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান খান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট