সিলেট রেজিষ্টারী মাঠে গণঅবস্থানে বিএনপি

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৩

সিলেট রেজিষ্টারী মাঠে গণঅবস্থানে বিএনপি

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে সিলেট বিভাগীয় গণঅবস্থান শুরু হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে এই কর্মসূচি শুরু হয়েছে।

সিলেট বিভাগীয় গণঅবস্থানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতৃবৃন্দ যোগ দিয়েছেন।

কর্মসূচিতে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। বিকেল ৩ টা পর্যন্ত একটানা চলবে এই গণঅবস্থান কর্মসূচি।

এ ছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনসহ সিলেট বিভাগের চার জেলার দায়িত্বশীল নেতারা কর্মসূচিতে বক্তব্য রাখবেন।

বিএনপির এই কর্মসূচি প্রথমে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে হওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার সিদ্ধান্ত বদলে রেজিস্ট্রারি মাঠকে বেছে নেওয়া হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট