সিলেটে করোনায় আরো ৭ মৃত্যু

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১

সিলেটে করোনায় আরো ৭ মৃত্যু

সিলেট বিভাগে  অতিমারি করোনাভাইরাসে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় এ বিভাগে করোনায় মারা যাওয়াদের মধ্যে সিলেটে ৪ জন এবং ওসমানী হাসপাতালে ৩ জন রোাগীর মৃত্যু হয়েছে।

একই সময়ে পজিটিভ শনাক্ত হয়েছে ১০৯ জনের। শনাক্তের হার ১২.২৭ ভাগ। সিলেট স্বাস্থ্য বিভাগের বৃহস্পতিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে এ বিভাগে ১০৮২ জনের মৃত্যু হলো।

২৪ ঘন্টায় ৮৮৮  জনের নমুনা পরীক্ষায় ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে এ বিভাগে ৫৩ হাজার ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে একদিনে সুস্থ ৪৮০ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৪২৭৮ জন। এছাড়া, একদিনে র ্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে নতুন ভর্তি ২১ জন মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি ১৬৫ জন।