সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১

সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান।

বৃহস্পতিবার তিনি করোনায় আক্রান্ত হন। এরপর আজ শুক্রবার সকালে তাকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান জানান,  লুৎফু র রহমানকে আজ সকাল থেকে মাউন্ট এডোরা (আখালিয়া) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে।

লুৎফুর রহমানের সুস্থতার জন্য তিনি সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট