৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার বিমানবন্দরের টেকনিক্যাল এলাকায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে একজন আহত হয়েছেন। এই ঘটনার পর বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, স্প্লিন্টারের আঘাতে একজন আহত হয়েছেন। বিস্ফোরণের শব্দ ১ কিলোমিটার দূর থেকে শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়কারী দল ও ফরেনসিক ইউনিট।
পুলিশ বলেছে, গ্রেপ্তার দুজনের মধ্যে একজন বিচ্ছিন্নতাবাদী। স্থানীয় নারওয়াল অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপসহ ১৫ আসামিকে আদালেত নেয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈলের আদালতে তাদের তোলা হয়েছে। সেখানে যুক্তিতর্ক চলছে বলে জানা গেছে।
আসামিদের পক্ষে আদালতে হাজির হয়েছেন অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত।
এ মামলায় গত ৯ জুন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও ১০ জুন উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিত জামিন আবেদন করেছেন।
১০ মাসের বেশী সময় পলাতক থাকার পর গত ২৪ জুন দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মামলার আরেক আসামি কনস্টেবল সাগর দেব। তিনিও জামিনের আবেদন করেন।
তিন আসামির জামিন আবেদনরে শুনানীর দিন আজ ২৭ জুন নির্ধারণ করা হয়।
এই হত্যা মামলায় ২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম।
সে বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।
শুরুতে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, সিনহা তল্লাশিচৌকিতে বাধা দেন। আর তিনি পিস্তল বের করলে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ তাকে গুলি করে।
তবে পুলিশের বক্তব্য নিয়ে সে সময় প্রশ্ন ওঠে। আর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস মামলা করেন নয়জনের বিরুদ্ধে।
মামলায় প্রধান আসামি করা হয় বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলীকে। ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাসকে করা হয় দুই নম্বর আসামি। মামলার তিন নম্বর আসামি করা হয় টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিতকে।
এরপর অভিযুক্ত সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে তদন্তে নেমে র্যাব স্থানীয় তিনজন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্য এবং প্রদীপের দেহরক্ষীসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D