রায়হান হত্যায় জড়িত পুলিশের শাস্তি দাবি মিশিগান স্বেচ্ছাসেবক দলের

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০

রায়হান হত্যায় জড়িত পুলিশের শাস্তি দাবি মিশিগান স্বেচ্ছাসেবক দলের

হযরত শাহজালাল ও শাহপরাণ (রহঃ) সহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পুণ্যভূমি সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হানকে মেরে ফেলার মাধ্যমে শান্তির নগরীকে অশান্ত করে তুলেছে বলে মন্তব্য করেছে মিশিগান স্বেচ্ছাসেবক দল। পুলিশি নির্যাতনে নিহত রায়হানের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্র মিশিগান স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ।


নেতৃদ্বয় বিবৃতিতে বলেন, জনগণের নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের হাতে জনগণের জানমালের নিরাপত্তা নেই। ঘুষ ও প্রতারণায়-কে বাণিজ্য করে এক শ্রেণির বিপদগামী পুলিশ যেমন আইন শৃংখলার বিঘ্ন ঘটাচ্ছে, সেই সাথে পুলিশের সুনাম ক্ষুন্ন করে আসছে। পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করে কিন্তু পুলিশের সুনাম নষ্টকারী যে সকল সদস্য রায়হানের মত নিরিহ মানুষকে হত্যা করেছে তা তদন্ত করে হত্যার সাথে জড়িত পুলিশ সদস্যকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।