অধ্যাপক জামিলুর রেজার মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

অধ্যাপক জামিলুর রেজার মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক

খ্যাতনামা তথ্য-প্রযুক্তিবিদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট গবেষক ও বিজ্ঞানী, জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি তাঁর শোকবার্তায় বলেন, অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বাংলাদেশের অবকাঠামো ও তথ্য প্রযুক্তির উন্নয়নে আজীবন কাজ করে গেছেন।

তিনি পদ্মাসেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেল প্রধানের দায়িত্ব পালনসহ স্বাধীন বাংলাদেশের প্রতিটি বৃহৎ ইমারত এবং অন্যান্য বৃহৎ ও মেগা প্রকল্পেও কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন।

মন্ত্রী আরো বলেন, ড. জামিলুর রেজা চৌধুরী আর্থ কোয়েক সোসাইটি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং গণিত অলিম্পিয়াডসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। জাতীয় পর্যায়ে বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদকসহ অন্যান্য সম্মান ও পদকে ভূষিত হয়েছেন।

জামিলুর রেজা চৌধুরীর সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে দেশ একজন উজ্জ্বল নক্ষত্রকে হারালো আর সিলেটবাসী হারালো তাঁর কৃতি সন্তানকে। মন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট