লকডাউনের আসা ট্রেন ঢাকায় ফিরে গেছে,ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে ডিসির চিঠি

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

লকডাউনের আসা ট্রেন ঢাকায় ফিরে গেছে,ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে ডিসির চিঠি

লকডাউনের মধ্যে আসা ট্রেনটি ২৪ জন যাত্রী নিয়ে রবিবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে। সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে সিলেটে আসে দুই বগির ওই ট্রেন। রেলওয়ের স্টাফসহ এতে যাত্রী ছিল ৫৪ জন। এতে বাইরের প্রায় ৩২ জন যাত্রী ছিল। বাইরের যাত্রী পরিবহনের বিষয়ে সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান জানান, কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার জন্য রেলওয়ে বিভাগের অনুমতি নিয়ে ঢাকা থেকে ২২ জন স্টাফসহ ৫৪ জন যাত্রী ওই ট্রেন সিলেট রেলস্টেশনে আসে। যাত্রীদের সবাই ট্রেনের কর্মকর্তা-কর্মচারী। এতে বাইরের কোন যাত্রী ছিল না বলে তার দাবি।
এদিকে, সিলেট রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে সিলেট কালেক্টরেট-এর নির্বাহী ও ম্যাজিস্ট্রেট এবং এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) এরশাদ মিয়া জানান, ট্রেনটিতে ৩০-৩১ জন বাইরের যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বলে জানান তিনি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট