শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগে কম্পিউটার ল্যাব উদ্বোধন

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৮

শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগে কম্পিউটার ল্যাব উদ্বোধন

Manual2 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। রবিবার বিভাগের ল্যাবে নতুন কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

Manual8 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মনিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতি হিসেবে আসন গ্রহণ করেন স্কুল অব ম্যানেজম্যান্ট এন্ড বিজনেস এসোসিয়েশনের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শাবি উপাচার্য বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানকার এই বিভাগটি অবকাঠামোগতভাবে অনেকটাই পিছিয়ে আছে। এতো প্রতিকূলতার মধ্যে শিক্ষকরা যোগ্য করেই গড়ে তুলছেন বিভাগটির শিক্ষার্থীদের। তবে এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়। এর পাশাপাশি বিভাগের উন্নয়নে এলামনাইদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Manual5 Ad Code

এ সময় আরো বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক তৌফিক মাহমুদ হাসান, এমবিএ এর শিক্ষার্থী সঙ্গীতা সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code