মেঘালয় টি এস্টেটের মিথ্যা মামলা প্রত্যাহার ও ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

মেঘালয় টি এস্টেটের মিথ্যা মামলা প্রত্যাহার ও ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

Manual4 Ad Code

সিলেটের জৈন্তাপুরে দি মেঘালয় টি এস্টেট কর্তৃক চারিকাটা ইউনিয়নের নিরীহ সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে চারিকাটা ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় চারিকাট ইউনিয়নের ঈদগাঁ মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় এলাকার কয়েকটি গ্রামের বাসিন্ধারা মিছিল সহকারে সমাবেশ স্থলে উপস্থিত হয়।

প্রবিণ মুরব্বী সমছুল হক এর সভাপতিত্ব ছাত্রদল নেতা বদরুল আলম ও এনামুর রহমানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সুলতান করিম, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বেলাল, উপজেলা জামায়াতের সাবেক আমীর নজমুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন (মেম্বার), উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ জালাল আহমদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ মেম্বার, ইউনিয়ন জামায়াতের আমীর কামাল উদ্দিন, ইউপি সদস্য মনির আহমদ, বিশিষ্ট মুরব্বি আব্দুল মালিক, ছাত্রদল নেতা বদরুল আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual6 Ad Code

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দি মেঘালয় টি এস্টেট চারিকাটা ইউনিয়নের নিরীহ মানুষদের বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। স্থানীয় ভূমি, চলাচলের রাস্তা ও জনগণের ন্যায্য অধিকার দখলে নিতে টি এস্টেট কর্তৃপক্ষ বারবার ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রামবাসীর ওপর নিপীড়ন চালাচ্ছে। এরই প্রতিবাদ হিসেবে আজকের এই শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ পালন করছি। তারা আরও বলেন অবিলম্বে “চারিকাটা ইউনিয়নের নিরীহ সাধারণ মানুষের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা”, “দি মেঘালয় টি এস্টেটের ইজারা বা’তিল করে জনগণের ন্যায্য অধিকার সুরক্ষা নিশ্চিত করতে হবে”।

Manual8 Ad Code

বিক্ষোভ সমাবেশে চারিকাটা ইউনিয়নের সর্বস্তরের মানুষ এক কণ্ঠে ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Manual5 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code