সিলেটের পরিবহন শ্রমিকদের কাছে বেগম জিয়ার জন্য দোয়া চাইলে খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

সিলেটের পরিবহন শ্রমিকদের কাছে বেগম জিয়ার জন্য দোয়া চাইলে খন্দকার মুক্তাদির

Manual7 Ad Code

পরিবহন মালিক শ্রমিক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে সিলেট-০১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। এসময় তিনি বলেন, আমিও পরিবহন ব্যবসায়ী পরিবারের মানুষ। আমি আপনাদেরই একজন উল্লেখ করে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান তিনি।

Manual1 Ad Code

সমাজের সবকিছুতে ভারসাম্য না থাকলে উন্নয়ন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, পরিবহন সেক্টরে আধুনিকায়ন করতে হবে। সিলেটের পরিবহন শ্রমিকরা সু-প্রশিক্ষিত এবং মর্যাদাকর হিসেবে তৈরি করা হবে। যা দেশের মধ্যে এক দৃষ্টান্ত স্থাপন হবে ইনশাআল্লাহ।

এদিকে আজ সকাল ১১ টা থেকে মহানগরীর কুদরত উল্লাহ মার্কেট, রাজা জিসি স্কুল রোড, হাসান মার্কেটসহ বন্দর বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।

Manual5 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, বিএনপি নেতা নেহার রঞ্জন দাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম প্রমুখ।

এছাড়া বিকেল সাড়ে ৩ টায় সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাছুম লষ্করের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী।

বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম লষ্কর, সহসভাপতি মঈনউদ্দীন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক সাদেক খান, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলাম, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম হাফিজ লোহিত। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু।

Manual8 Ad Code

সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ২১৫৯ কার্যকরী সভাপতি কাওছার আহমদ, সিলেট জেলা ইমা-লেগুনা শ্রমিক ইউনিয়ন ১৩২৬ এর সভাপতি রুনু মঈন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্যজোট ২০৯৭ এর সভাপতি মতচ্ছির আলী, সিলেট জেলা সিএনজি শ্রমিক ঐক্যজোট ২০৯৭ এর কার্যকরী সভাপতি দিলোয়ার হোসেন প্রমুখ। -বিজ্ঞপ্তি

Manual4 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code