রাজশাহীতে বিচারকের বাসায় দুর্বৃত্তদের হামলা, স্কুলপড়ুয়া ছেলে নিহত

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

রাজশাহীতে বিচারকের বাসায় দুর্বৃত্তদের হামলা, স্কুলপড়ুয়া ছেলে নিহত

Manual4 Ad Code

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে ছেলে তাওসিফ রহমান (সুমন) কে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নগরের ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

দুর্বৃত্তদের হামলায় বিচারক আবদুর রহমানের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি পরিবার নিয়ে নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাওসিফ রহমান নবম শ্রেণিতে পড়ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অস্ত্র প্রচার করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একজন দুর্বৃত্তকেও আটক করা হয়েছে। তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual3 Ad Code

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান গণমাধ্যমকে বলেন, দুপুরের দিকে দুর্বৃত্তরা সহকারী বিচারকের ডাবতলা এলাকায় নিজ বাসভবনে হামলা চালায়। দুর্বৃত্তদের ধারাল অস্ত্রের আঘাতে বিচারকের ছেলে ও স্ত্রী গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান মারা যায়।

Manual4 Ad Code

পুলিশ কমিশনার বলেন, বিচারকের আহত স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একজনকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে এমন হামলা হয়েছে তা কেউ বলতে পারছে না।

Manual5 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code