পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৩৭

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৩৭

Manual6 Ad Code

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।

Manual6 Ad Code

বুধবার (১২ নভেম্বর) ভোরের দিকে আরেকুইপার ওকোনা জেলায় প্যানআমেরিকানা সুর মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

Manual4 Ad Code

আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্যপ্রধান ওয়ালথার ওপোর্তো বলেছেন, বাস দুর্ঘটনায় ৩৬ জন ঘটনাস্থলেই মারা গেছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনাস্থলে উপস্থিত দমকলকর্মীদের বরাত দিয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ওপোর্তো বলেছেন, বাসটি প্রথমে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়, এরপর রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।

Manual4 Ad Code

আরেকুইপার আঞ্চলিক সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, দুর্ঘটনায় আহত ২৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে দুর্ঘটনার পরপরই দেশটির হাইওয়ে পুলিশের প্রাথমিক এক প্রতিবেদনে ১৬ জনের প্রাণহানির তথ্য জানানো হয়েছিল।


 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code