শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা

Manual7 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। চলার পথে ট্রেনটির একটি বা একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায়। যদিও বগিগুলোতে বিপুল পরিমাণ তেল বহন করা হচ্ছিল, তবুও কোনো ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়লেও রেলওয়ে কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual5 Ad Code

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে বগি লাইনচ্যুত হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ‘এই দুর্ঘটনার ফলে সিলেট-চট্টগ্রাম রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে এবং রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

Manual8 Ad Code


 

Manual1 Ad Code
Manual2 Ad Code