সিলেটের সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি বৃদ্ধি

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

সিলেটের সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি বৃদ্ধি

Manual6 Ad Code

সিলেটের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের তিন জেলায় রাত্রিকালীন কারফিউ জারি করায় সিলেট সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে ভারতে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বিজিবি।

Manual3 Ad Code

শনিবার (১০ মে) বিজিবি (৪৮ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

তিনি বলেন, সিলেটের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের তিন জেলায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে সে দেশটির সরকার। এটা তাদের অভ্যন্তরীন বিষয়। তবে এই পরিস্থিতিতে যাতে কেউ ভারতে অনুপ্রবেশের চেষ্ঠা ও চোরাচালানের কাজে না জড়ায় সেজন্য বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। একই সাথে সীমান্তবর্তী এলাকার লোকজনকে সচেতন করতেও বিজিবি কাজ করছে।

এর আগে গত বৃহস্পতিবার (৮ মে) ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জৈন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস ও পশ্চিম জৈন্তিয়া হিলস জেলা প্রশাসন এই কারফিউ জারি করে। ওই আদেশের একটি অনুলিপি সিলেটের জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।

শনিবার (১০ মে) সকালে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ গণমাধ্যমকে বলেন, ‘সিলেটের গোয়াইনঘাট সীমান্তবর্তী ভারতের জৈন্তিয়া হিলস জেলা প্রশাসন রাত্রিকালীন কারফিউ জারি করেছে। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। সেখানকার জেলা ম্যাজিস্ট্রেট একটি অনুলিপির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

উল্লেখ্য, ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জৈন্তিয়া হিলস জেলা ম্যাজিস্ট্রেট শ্রী শিবাংশ আরস্থির সই করা আদেশে বলা হয়, পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার আন্তর্জাতিক সীমান্ত এখনো সম্পূর্ণভাবে বেড়া দিয়ে ঘেরা নয়। এ কারণে এই অঞ্চলে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সন্ত্রাসী গোষ্ঠী, চোরাকারবারি ও অবাঞ্ছিত অনুপ্রবেশকারীরা রাতের আঁধারে সীমান্ত অতিক্রম করে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হতে পারেন। এই পরিস্থিতিতে ৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত্রিকালীন কারফিউ থাকবে। আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে ৫০০ মিটার এলাকাজুড়ে এই কারফিউ থাকবে। কারফিউয়ের সময়সীমা প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত।

Manual1 Ad Code

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, সীমান্ত এলাকা সম্পূর্ণরূপে বেড়াবিহীন হওয়ায় এটি চোরাচালানকারী, অবৈধ অনুপ্রবেশকারী ও নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের জন্য ঝুঁকিপূর্ণ প্রবেশপথে পরিণত হয়েছে। ফলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউয়ের আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।


 

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code