২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৫
সিলেটের ইংরেজি মাধ্যমের বিদ্যালয় আনন্দনিকেতন এর ২১তম আইএএল (এ লেভেল) ও ২৪তম আইজিসিএসই (ও লেভেল) সমাবর্তন অনুষ্ঠান বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়।
সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিয়ারসন এডেক্সেল এর বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন বিন কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিয়ারসন এডেক্সেল এর বাংলাদেশ এর রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বিন কুদ্দুস বলেন, ছাত্র জীবনে অর্জিত জ্ঞান ও প্রজ্ঞা কাজে লাগিয়ে ভালো মানুষ হতে হবে। ভালো ফলাফল এর চেয়ে ভালো মানুষ হওয়া অনেক গুরুত্বপূর্ণ। ভালো মানুষ হওয়া চর্চার বিষয়। এমনি এমনি হয়না। জীবনে অনেক কঠিন সময় আসবে। তোমাদের চ্যালেঞ্জ নিতে হবে।
সমাবর্তনে ৩৮ জন আইজিসিএসই ও ৩২ জন আইএএল শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ সমাবর্তনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- স্কুলের একাডেমিক হেড শামীম চৌধুরী, এরপর শিক্ষক, অভিবাবক ও ছাত্রছাত্রীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন স্কুলের এডমিনিস্ট্রেটিভ হেড ফাহমিনা নাহাস।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন- মিসেস ফারজানা ইসলাম, মোঃ তাহমিদ বখত চৌধুরী, ড. নুসরাত রিজকা ও ড. শংকর কুমার রায়। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন নন্দিতা দত্ত ও সাদমান মুশফিক।
আইএএল গ্রাজুয়েট তানিফা মুনায়েম, অরিজিৎ রায় আইয়ুশ, রাইদা লোদি, মেহজাবিন আনজুম এবং আইজি সিএসই গ্রাজুয়েট ইনায়রা আলী, সাইয়েদ আব্দুল্লাহ আল মাহমুদ হামজা, জাওয়াদ পারভেজ চৌধুরী তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালন করে একাদশ শ্রেণির ছাত্রী আয়শা হুমায়রা চৌধুরী ও নুবাইশা ইসলাম। সমাবর্তনে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিদ্যালয়ে তাদের নানান স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান।
শিক্ষক ও অভিভাবক বৃন্দ ছাত্র-ছাত্রীদের প্রতি দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তারা চমৎকার শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান।
আইএএল ও আইজিসিএসই ছাত্রছাত্রীরা দু’টি ভিডিও চিত্রের মাধ্যমে তাদের স্মৃতিময় দিনগুলোর কথা তুলে ধরে। হলভর্তি দর্শক তা উপভোগ করেন। আইএএল গ্রাজুয়েটদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন আব্দুল্লাহ আল মামুন বিন কুদ্দুস এবং আইজিসিএসি গ্রাজুয়েটদের সনদ প্রদান করেন জান্নাতুল ফেরদৌস সিগমা। সমাবর্তনের বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আইএএল গ্রাজুয়েট এর মধ্যে ছিলেন আদ্রিতা সামন্তা, আহমদ সাদেকীন, আরহাম মুকির চৌধুরী, অরিজিৎ রায়, আরমান আহমেদ, এজাজ আহমেদ, দীপ্ত সাহা, হামজা রেজা, ইফতেখার মেহেদী হক, ইসমত নুবাইরা চৌধুরী, জাঈশা আহমেদ, কে মুনিয়াত এলাহী, মাহদিয়া মাহা আহমেদ, মাহজাবিন আনজুম আহমেদ, মায়মুনা মীম, মোঃ আদিব ইবনা সামাদ, মুহাম্মদ আরাফ খান, নারমিন রেজওয়ানা, নিঘাত নাহিদ আঞ্জুম, নোসরাত জাহান, প্রাঞ্জল দত্ত, রাইদা লোদি, সাগ্নিক রায় কৃষ, সৈয়দ আরিব সারহান, সৈয়দ ইয়াওর সাবিক বখত, তাহমীদ নিশাম হারুন, তাহসান কাবি, তানিফা মুনায়েম, তাশফিকুল হক চৌধুরী, তাসনিয়া মাহজাবিন তাসনিম, থাইরা জাহান তাহিয়া ও জারিফ আহমেদ।
আইজিসিএসই গ্রাজুয়েটদের মধ্যে ছিলেন অভিক সাহা তুর্জ, দেওয়ান মাহবুবুল ইসলাম, ধীমান দাস, ইনায়রা আলী, ইকতিদারুল ইসলাম চৌধুরী,ফারজাদ তানজিফ মাহবুব, হুজাইফা আবদুল্লাহ, ইরফান আরমান আহমেদ, জান্নাতুন নাঈম, কিংশুক প্রতিম ধর, এম ওয়াকিফ সুলায়মান খান, মানজার রাব্বি, মেহরীন খান, মুহাম্মদ মেহের রহমান, মুহতাসিম ফায়াজ, মুনতাহা কবির চৌধুরী, নাবিহা ইসলাম, নাফিসা তাসনিম, নামিরা আহাদ, নাজিফা রহমান চৌধুরী, নাজনীন জাহান, নাজওয়া নিয়াজী, নওশীন ইশরাত রিদি, নুসরাত চৌধুরী, পার্থ প্রতিম সেন, রাশিদা সামারাহ খালেদ, রেশমিনা জান্নাত, এস.এম. ইনতিসার আলী আকিফ, সাইয়্যদে আবদুল্লাহ আল-মাহমুদ, সানজিদ ফাইয়াজ চৌধুরী, শাহ আহনাফ, শুভ্র বসাক, তাজরিয়ান আমিন চৌধুরী ইয়াশরা, ওয়াসেকা কবির আনুশা, ইয়াজদান চৌধুরী, জাহরা আরজা, জাওয়াদ পারভেজ চৌধুরী ও জুনাইরা রুহামা।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D