কবিতা গান আলোচনায় নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে বর্ষবরণ

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

কবিতা গান আলোচনায় নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে বর্ষবরণ

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)- এর বর্ষবরণ ১৭ এপ্রিল বৃহস্পতিবার বিকালে ইউনিভার্সিটির শেখঘাট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। নৃত্য, গান ও কবিতা আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে ইউনিভার্সিটি ক্যাম্পাস।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।

এনইইউবি কালচারাল ক্লাব আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. হারুনুর রশীদ।

ওয়াহিদুল আওয়াল সানির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর লিয়াকত শাহ ফরিদী, ডেভোলাপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. শামীম আল আজিজ লেলিন, অর্থ পরিচালক অশোক রঞ্জন চৌধুরী, ছাত্র কল্যাণ উপদেষ্টা রথীন্দ্র চন্দ্র গোপ, কালচারাল ক্লাবের উপদেষ্ঠা শাহাদাত হোসেন পারভেজ, মো. নাসির উদ্দিন, মো. আমির হোনে, শামিহা সানজানা, রাজশ্রী প্রজ্জ্বল তালুকদার প্রমুখ।

নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করেন, জিহান, সুস্মিতা, তন্ময়, ইশরাক,নাফিস, শান, অংশুমান ও তিথি। এছাড়া কীবোর্ডে ছিলেন পয়িাল ও গিটারে ইশরাক।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট