সাংবাদিক রেজা রুবেলকে মামলায় জড়ানোয় সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

সাংবাদিক রেজা রুবেলকে মামলায় জড়ানোয় সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা

সিলেট জেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য ফটো সাংবাদিক রেজা রুবেলকে মামলায় জড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন ক্লাব নেতৃবৃন্দ।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ক্লাব কার্যালয়ে এক জরুরী সভায় গত ১৩ এপ্রিল ২০২৫ তারিখে মহানগরীর মাছিমপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সিলেটের বাইরে অবস্থান করার পরও ফটো সাংবাদিক রেজা রুবেলকে মামলায় জড়ানোর বিষয়টি অনভিপ্রেত ও দুঃখজনক বলে মন্তব্য করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

মামলায় রেজা রুবেল’র বিরুদ্ধে ককটেল ছুড়ার অভিযোগ আনা হয়। অথচ ঘটনার আগে থেকেই তিনি বন্ধুদের সাথে কক্সবাজারে অবস্থান করছিলেন। বিষয়টি কেবল উদ্বেগেরই নয়, বরং মামলার মূল উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে রেজা রুবেলকে মামলা থেকে অব্যাহতির দাবি জানানো হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট