ছাতকে বজ্রপাতে হাঁসের খামারির মৃত্যু

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫

ছাতকে বজ্রপাতে হাঁসের খামারির মৃত্যু

সুনামগঞ্জের ছাতকের ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে বজ্রপাতে আমির উদ্দিন (৩২) নামে এক হাঁসের খামারির মৃত্যু।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৫ টায় গ্রামের পার্শ্ববর্তী হাওরে এই ঘটনা ঘটে।

নিহত আমির উদ্দিন ওই গ্রামের গ্রামে আব্দুস সালামের পুত্র।

নিহতের স্বজন ভাতগাঁও গ্রামের বাসিন্দা আব্দুর রশীদ নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবক একজন হাঁসের খামারি। তিনি হাঁসকে খাবার খাওয়াতে প্রতিদিন হাওরে যান। প্রতিদিনকার মতো আজ হাওরে হাঁস নিয়ে গিয়েছিলেন। বিকালে ঝড়ের কবলে পড়ে বজ্রাঘাতে মৃত্যু হয় তার। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে বলে জানান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার ওসি মুখলেছুর রহমান।

এরআগে একইদিন বিকালে জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের জমসেদ আলীর ছেলে রাখাল দেলোয়ার হোসেন (৩৬) বজ্রাঘাতে মারা যান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট