গোলাপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজু গ্রেপ্তার

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫

গোলাপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজু গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি ফরিদ আহমেদ সাজুকে (২৮) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পৌর শহরের আব্দুল মুতলিব কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদ উদ্দিন আহমদ সাজু গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন কানিশাইলের গৌস উদ্দিনের ছেলে। তিনি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। গত ৮ জানুয়ারী দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা নং-০৬।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা। তিনি জানান গত ০৮/০১/ ২০২৫ ইং তারিখে থানায় দায়ের করা ৬নং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট