১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যা এবং সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ১ঘণ্টা মার্কেট বন্ধ রেখে মার্কেটের ১নং গেইটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় মানববন্ধনে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য, সিলেট মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রাথী মো. শাহজাহান আলী, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহা সচিব আব্দুর রহমান রিপন, সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল।
বক্তব্য রাখেন হাসান মার্কেট বাহিরের লাইন ব্যবসায়ী সমিতির সভাপতি ময়না মিয়া, মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, লালদিঘী হকার্স মার্কেট সমিতিরি সহ-সভাপতি আব্দুস সুবহান, শাহজালাল (রহ.) দরগা মাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রুপন খান, সহ সাধারণ সম্পাদক সাবুল মিয়া, লালদিঘি পুরাতন হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আহমদ, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আমিনুর রহমান খছরু, ওয়েস্ট ওয়াল্ড ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সোয়েব আহমদ অভি, সিটি সুপার মার্কেট সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান রজব, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ সভাপতি আহমদ ফুয়াদ বিন রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক মীর মো. জাকারিয়া, মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনজুর আহমদ, ব্যবসায়ী মো. আক্তার হোসাইন, মো. সিরাজুল ইসলাম, আব্দুর রহিম খান, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সমিতির সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন সুহেল, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাহেদ বকস, আজিজুল মকসুদ তালহা, দপ্তর সম্পাদক মঞ্জুর আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ মোরাদ হোসেন রাজিব, সদস্য মোঃ নুরুল ইসলাম, রিন্টু চক্রবর্তী, সমিতির উপদেষ্টা আজমল হোসেন চৌধুরী।
উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কামাল খান, আক্তার হোসেন, সিরাজুল ইসলাম, আবুল হায়াত মজুমদার, সাদ্দাম হোসেন, অনিক আল ইসলাম, সিরাজুল ইসলাম, নিঠু দেব, বিজয় দাঁশ সানি, শামীম আহমদ, আরিফ আহমদ, সবুজ আহমদ, আতিকুর রহমান, আবু হায়াৎ মজুমদার, আব্দুল্লাহ আহমদ খোকন, মনির হোসেন, জাবেদ আহমদ, মো. হোসেন আহমদ, আবীর রায়, তুহেল আহমদ, আলতাব হোসেন, শাহজাহান মিয়া, বিপুল রায়, মলয় কান্তি কর, আক্তারুজ্জামান বাবলু, মো. কাউছারুজ্জামান, কিশোর চৌধুরী, শের আলী, হারুন মিয়া, সাদ্দাম হোসেলন লিমন, মুবিনুর রহমান, মিনহাজ আলম খান (মিনু), খায়রুল আমিন শাওন, সাইফুল ইসলাম, প্রনয় বিশ্বাস, ইমরান আহমদ, রেদওয়ান আহমদ, সালমান হোসেন ইমন প্রমুখ। এছাড়াও হাসান মার্কেট বন্ধ রেখে মার্কেটের সর্বস্থরের ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারীগণ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই মূহুর্তে ইসরায়েলি সকল পণ্য বয়কট করে গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে।
বক্তারা বলেন, সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে প্রতিবাদ গড়ে তুলে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
সভায় বক্তারা বলেন, শান্তিপ্রিয় সিলেটকে অশান্ত করতে একটি কুচক্রিমহল ব্যবসা প্রতিষ্ঠানে উদ্যেশ্যমুলকভাবে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। অনতিবিলম্বে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা বলেন, হামলাকারীর রক্ষা পাওয়া কোন সুযোগ নেই, ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে হামলাকারী ও লুটপাটকারীদের। বক্তারা ব্যবসা প্রতিষ্ঠানে সকল হামলাকারীদের গ্রেফতার করতে সিলেটের পুলিশ কমিশনার সহ প্রসাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D