৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪
জুলাই মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাকারী ও হামলার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা এবং অবিলম্বে জাকসু কার্যকরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দুই দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
অনশনরত শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে বসে আমরণ অনশন শুরু করেন তিনি।
জিয়া উদ্দিন আয়ান বলেন, জুলাই মাসে শিক্ষার্থীদের ওপর যারা নৃশংসভাবে হামলা করেছে এবং যারা হামলায় মদদ দিয়েছে, এখন পর্যন্ত তাদের বিচার নিশ্চিত হয়নি। আমরা দেখছি যারা হামলাকারী তারা প্রকাশ্যে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না। হামলাকারীদের বিরুদ্ধে শত শত ভিডিও ফুটেজ প্রমাণ থাকা সত্ত্বেও তারা মামলা গ্রহণের কোন প্রস্তুতি নিচ্ছে না। সেপ্টেম্বরে তদন্ত কমিটি গঠিত হয়ে আজকে চার মাস হয়ে যাওয়ার পরেও তারা কোন ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করছে না। আমি হামলাকারীদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য তদন্ত কমিটির রিপোর্ট প্রদান এবং আজকের মধ্যে মামলার প্রস্তুতি গ্রহণের জন্য দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমাদের জুলাই বিপ্লবের যে ৯ দফা ছিল সেটার মধ্যে ৭ নম্বর দফা ছিলো প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কার্যকর করা। তবে গত ৩৩ বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নেই। তাই আমি অবিলম্বে দাবি জানাচ্ছি যে আজকের মধ্যেই প্রশাসন জাকসু নির্বাচনের রোড ম্যাপ প্রদান করবে এবং জাকসু নির্বাচন কমিশন গঠন করবে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D