সিলেটে “ভোজন বাড়ি” রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবক লীগের হামলা ভাঙচুর

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মে ১৩, ২০১৮

সিলেটে “ভোজন বাড়ি” রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবক লীগের হামলা ভাঙচুর

Manual4 Ad Code

১৩ মে ২০১৮, রোববার : সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত ভোজনবাড়ি রেস্টুরেন্টে ভাঙচুর চালিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। রোববার (১৩ মে) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এসময় রেষ্টুরেন্টের সামনের বেশ কিছু কাঁচ ভেঙে ফেলে তারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একদল স্বেচ্ছাসেবক লীগ কর্মী জিন্দাবাজার পয়েন্ট থেকে মিছিল নিয়ে এসে হঠাৎ করেই ভোজনবাড়ি রেস্টুরেন্টে ভাঙচুর চালায়। ভাঙচুর চলাকালে এলাকায় আতঙ্ক দেখা দেয়। এসময় অন্যান্য ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন।
সূত্রে জানা যায়, ভোজনবাড়ির মালিকপক্ষের একজন আত্মীয় লন্ডন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ‘কটূক্তি’ করেন। এর জের ধরেই এ ভাঙচুর চালানো হয় বলে জানায় সূত্র।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তির’ প্রতিবাদে রোববার সিলেটে বিক্ষোভ মিছিল করে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
নাম প্রকাশে অনিচ্ছুক ভোজনবাড়ি রেস্টুরেন্টের এক কর্মচারী জানান, আমরা সবাই তখন কাজে ব্যস্ত ছিলাম। হটাৎ করেই একদল যুবক মিছিল নিয়ে এসে এবং হাতে হকিস্টিক ও ইট পাটকেল দিয়ে ভাঙচুর চালিয়ে চলে যায়। তবে ভোজনবাড়ির স্বত্বাধিকারী ঝুনু চৌধুরী এ বিষয়ে কোন বলতে রাজী হননি।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ভাঙচুর সম্ভবত কোন রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই ঘটানো হয়েছে। আমরা খবর পাওয়ার সাথে সাথে সেখানে ফোর্স পাঠিয়েছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code