আপনাদের সন্তান সুশিক্ষা গ্রহণ করে আলোর পথ দেখবে : কেয়া চৌধুরী

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০১৬

Manual6 Ad Code

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লন্ডনপ্রবাসী আলহাজ্ব মোঃ ছাইম উদ্দিনের অর্থায়নে নির্মিত নতুন ভবনের উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী।

শনিবার (১৬ জুলাই) দুপুরে ভবন উদ্বোধন শেষে স্কুল প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেছেন, আপনাদের সন্তানকে সু-শিক্ষা  গ্রহণ করাতে হবে। এজন্য সরকার বিনামূল্যে শিক্ষাউপকরণ বিতরণ করছে। সন্তান সুশিক্ষা গ্রহণ করলেই আলোর পথ দেখবে। তার জীবন হবে আলোকিত। এতে করে নিজ পরিবারসহ দেশের এজন্য এ সন্তান মঙ্গলময় হবে।

উপস্থিতিদের দাবীর প্রেক্ষিতে এমপি কেয়া চৌধুরী বলেন, এ স্কুলের পুরাতন ভবন সংস্কার করার জন্য বরাদ্দ দেব। তার সাথে একটি পাকা ভবন দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার সরকারের কাছে দাবী রাখব। আর এ স্কুলের শিক্ষারমানকে আরও এগিয়ে নিতে নতুন শিক্ষক দেয়ার ব্যবস্থা নিব।

Manual1 Ad Code

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুঃ ইলিয়াছ খান আঙ্গুরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূর ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান খালেদ আহমেদ পাঠান,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, মারুফ আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ খালেদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, প্রধান শিক্ষক প্রদীপ পাল, বঙ্গবন্ধু পরিষদ নেতা হেলাল আহমেদ, ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী, প্রধান শিক্ষক নোমান আহমেদ, স্কুল পরিচালনা কমিটির কাহার আহমেদ টিপু, সৈয়দ আলমগীর প্রমুখ।

Manual5 Ad Code

এ সভায় আওয়ামী পরিবারের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code