আগামী বছর এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি এপ্রিলে : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩

আগামী বছর এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি এপ্রিলে : শিক্ষামন্ত্রী

আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর সময় জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

চলতি বছর আটটি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরুর দিন বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি এপ্রিলে অনুষ্ঠিত হবে।’

চট্টগ্রাম বাদে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় এইচএসসি পরীক্ষা শুরু হয়।

বন্যার কারণে কারিগরি, মাদ্রাসা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। এসব বোর্ডে পরীক্ষা শুরু হবে ২৭ আগস্ট।

এদিকে চলতি বছর পরীক্ষা দেরিতে শুরু হয়েছে উল্লেখ করে ফল প্রকাশের সময় জানতে চাইলে দীপু মনি জানান, পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যেই হবে। যাদেরটা আগে হচ্ছে তাদেরটা ৬০ দিনের মধ্যেই হবে। অন্যদেরটা চেষ্ট করা হবে ওই ৬০ দিনের মধ্যেই দেওয়ার… সবারই ৬০ দিনের মধ্যে হবে।

কোনো অসুস্থ পরীক্ষার্থী থাকলে সিক বেডের ব্যবস্থা আছে উল্লেখ করে তেজগাঁও কলেজ কেন্দ্রে একজন অসুস্থ পরীক্ষার্থী অ্যাম্বুলেন্সে করে এসে সিক বেডে পরীক্ষা দিচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

অফিস সময়ের সঙ্গে সমন্বয় করে পরীক্ষার সময় পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা এসএসসি পরীক্ষার সময় আমরা করেছিলাম। কিন্তু এইচএসসিতে কোনো কোনো পরীক্ষা ২ বেলা হয়। ২ বেলা পরীক্ষা থাকলে তখন সময় পরিবর্তন করা সমস্যা হয়ে যায়, সেটা সম্ভব হয় না।

ভিড় কমাতে সন্তানদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে অভিভাবকদের দূরে গিয়ে অপেক্ষা করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

আর বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা ১০ দিন পেছানো হয়েছে, যা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।

আজ যাদের পরীক্ষা শুরু হলো, রুটিন অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন। বাকি ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন ছাত্রী। মোট ৯ হাজার ১৬৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষায় বসেছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট