সিলেটে জিডিএফ’র দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আকাশ সরকারের সাফল্য

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

সিলেটে জিডিএফ’র দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আকাশ সরকারের সাফল্য

এবারের এস.এস.সি পরীক্ষায় জিডিএফ ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী আকাশ সরকার জিপিএ ৪.০৬ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। আকাশ সরকার গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) সিলেটের ৫ম ব্যাচের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী।

আকাশ মাধ্যামিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের অধিনে রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষা-২০২৩ এ অংশগ্রহণ করে। তার শ্রুতি লেখক হিসেবে সহযোগিতা করেছে অর্ঘ দাস।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর গ্রামের অমূল্য সরকার ও সানুকা সরকার এর ছেলে আকাশ সরকার। সে উচ্চ শিক্ষা অর্জন করে ব্যবসায়ী হয়ে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখতে চায়। সে শিক্ষক, অভিভাবক, জিডিএফ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের আশির্বাদ কামনা করেছে।
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আকাশ সরকারের সাফল্যের জন্য মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান বলেন, সে সুশিক্ষা অর্জন করে মানুষের মত মানুষ হয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। দৃষ্টি না থাকার পরও আকাশ যে সাফল্য অর্জন করেছে এটা সত্যি গর্বের বিষয়। বিদ্যালয়টি পরিচালনায় যারা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভাবে সহযোগিতা করেছেন জিডিএফ কর্তৃপক্ষের পক্ষ থেকে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট