৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২৩
দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে শনিবার (২০ মে)।
এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে তৃতীয়বারের মতো শুরু হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা। পরীক্ষার দিন ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে ফ্রি বাস সার্ভিস দেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয় পরিবহণ প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।
পরিবহন প্রশাসক জানান, ভর্তি পরীক্ষায় কেন্দ্রে আসা-যাওয়ার সুবিধার্থে সিলেট শহরের বিভিন্ন স্থান থেকে ২০টি বাস চলাচল করবে।
এরমধ্যে ৮টি মিনিবাস শিক্ষক ও কর্মকর্তাদের জন্য এবং ১১টি বাস পরীক্ষার্থী-অভিভাবক ও স্টাফদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।
এছাড়া ১টি বাস জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে। যাতায়াত সমস্যা দূরীকরণে অতিরিক্ত ট্রিপের প্রয়োজন হলে সেটিরও ব্যবস্থা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে নগরীর কদমতলী, টিলাগড়, শাহী ঈদগাহ, শিবগঞ্জ, নাইওরপুল, কুমারপাড়া, জেলরোড, নয়াসড়ক পয়েন্ট, চৌহাট্টা, আম্বরখানা, রিকাবিবাজার ও সুবিদবাজার হয়ে ক্যাম্পাসে আসবে বরাদ্দকৃত বাস। পরে আবার ক্যাম্পাস থেকে দুপুর পৌনে ২টায় একই পথে বাসগুলো ফিরে যাবে।
এদিকে গুচ্ছ পদ্ধতিতে শাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন ৯ হাজার ৫৪৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে শনিবার ‘বি’ ইউনিটে ২ হাজার ৫৬১ জন, ২৭ মে ‘সি’ ইউনিটে ৯৪৪ জন এবং ৩ জুন ‘এ’ ইউনিটে ৬ হাজার ৩৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D