তেলের দাম কমার আভাস

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জুন ২, ২০২২

তেলের দাম কমার আভাস

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম নিম্নমুখী হওয়ায় দেশের বাজারেও মূল্য কমানোর আভাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, নতুন দাম অনুযায়ী তেলের দাম কমবে। পামঅয়েলে যথেষ্ট প্রভাব পড়বে।

বৃহস্পতিবার (২ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। ইন্দোনেশিয়াও রফতানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এখন তেলের দাম পুনর্বিবেচনা করা হবে কিনা— জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা রি-অ্যাসিস্ট করব। খুব শিগগির, ৫ থেকে ৭ দিনের মধ্যে মে মাসের পুরো তথ্য নিয়ে আমরা রি-অ্যাসিস্ট করব।

টিপু মুনশি বলেন, আমাদের কাছে যে রিপোর্ট আছে, আজ দাম কমেছে। এর প্রভাব দেশে পড়তে সময় লাগবে এক থেকে দেড় মাস।

চাল ইস্যুতে তিনি বলেন, চাল নিয়ন্ত্রণ করে খাদ্য মন্ত্রণালয়। তবে এ বিষয়ে আমাদের সাহায্য চাইলে আমরা সাহায্য করতে প্রস্তুত আছি। দেশে কিন্তু চালের অভাব নেই, যা দরকার তা কিন্তু আমাদের রয়েছে। কোথাও-কোথাও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।

দেশে চালবাজি তিনি আরও বলেন, বড় গ্রুপগুলো চাল কিনে প্যাকেট করছে। এর পর তা বিক্রি করছে বেশি দামে। যে চাল ৫০ টাকা, সেটি প্যাকেট করেই ৭০ থেকে ৭৫ টাকা বিক্রি করছে। তারা কাস্টমার পাচ্ছে বলেই বিক্রি করতে পারছে। মানুষের অর্থনৈতিক অবস্থার কারণে তারা আজ প্যাকেটজাত খাবার খাচ্ছে। নয়তো একই চাল বাজারে কম দামে পাওয়া যাচ্ছে। মানুষ এখন মোটা চাল খেতে চায় না। তাই মোটা চাল চিকন করা হচ্ছে, সেই চাল-ই খাওয়া হচ্ছে।