গুগল সার্চ এখন আরও নিখুঁত-নির্ভুল

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২২

গুগল সার্চ এখন আরও নিখুঁত-নির্ভুল

Manual5 Ad Code

সার্চ ইঞ্জিন গুগলে যুক্ত হলো নতুন ফিচার। মাল্টি সার্চ টুল নামের এই ফিচারটি এখন ব্যবহারকারীদের সার্চ রেজাল্ট দেখাবে আরও নিখুঁত ও নির্ভুল।

শুধু টেক্সট নয় এই টুল, ছবির মাধ্যমে ঠিকঠাক সার্চ রেজাল্ট দিতে কাজ করবে। খুব শিগগির এই ফিচার দেখতে পাবেন ব্যবহারকারীরা। যদিও শুরুতে শুধু মার্কিন মুলুকের বিটা ইউজাররাই উপভোগ করতে পারবেন।

Manual5 Ad Code

শুরুতে ফিচারটি কেবল ইংরেজি ভাষাতে উপলব্ধ হবে। তবে শিগগির এটি আরও বেশি সংখ্যক ভাষায় চালু হবে বলে জানা গিয়েছে, যার ফলে ব্যবহারকারীরা সহজে অনেক ধরনের শৈলীর বিবরণ পেতে সক্ষম হবেন।

জেনে নিন কীভাবে ব্যবহার করবেন গুগল মাল্টি সার্চ টুল-

Manual2 Ad Code

১. গুগল মাল্টিসার্চ টুল ব্যবহার করতে, আগ্রহী ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে গুগল অ্যাপ খুলুন।

Manual8 Ad Code

২. এরপর লেন্স ক্যামেরা আইকনে ক্লিক করুন।

৩. যে কোনো স্ক্রিনশট বা ছবি নিয়ে ইমেজ সার্চ করুন।

৪. সার্চের জন্য ওপরের ডানদিকে সোয়াইপ করুন এবং এখানে টেক্সট যোগ করতে ‘+’ বাটনে ক্লিক করুন।


 

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code