সিলেটের তাশরিক আহমদ যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে যোগ দিচ্ছেন

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২২

সিলেটের তাশরিক আহমদ যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে যোগ দিচ্ছেন

বিশেষ প্রতিবেদক : নিজাম ইউ জায়গীরদার


সিলেট থেকে উইলিয়ামস কলেজে তাশরিক আহমদ! সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত একজন এইচএসসি পরীক্ষার্থী তাশরিক আহমদ। সিলেট নগরীর আম্বরখানা নিবাসী বিশিষ্ট কম্পিউটার ব্যবসায়ী মরহুম শাকিল আহমদের বড় ছেলে তাশরিক আহমদ, তার দাদা ছিলেন সিলেটের সুনামধন্য চিকিৎসক মরহুম ডাঃ আব্দুল  মুনিম।


তাশরিক আহমদ প্রতি বছর ৭৬ হাজার ডলার আর্থিক সাহায্যের সাথে ২০২৬ সালের ক্লাসের জন্য মর্যাদাপূর্ণ উইলিয়ামস কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন যার মধ্যে তার সমস্ত প্রত্যক্ষ ও পরোক্ষ খরচ অন্তর্ভুক্ত রয়েছে।


তার যাত্রার কথা বলতে গিয়ে, তাশরিক বলেছেন, “আমি রোবোটিক্স এবং কম্পিউটারের প্রতি অনুরাগী। আমি থাইল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড ২০১৯ এবং ২০২০-এ যথাক্রমে তিনটি ব্রোঞ্জ পদক অর্জন করেছি। আমি ‘বাংলাদেশে জাতীয় চ্যাম্পিয়নও ছিলাম। রোবট অলিম্পিয়াড ২০২০/২০২১ সালের ফেব্রুয়ারিতে ‘বাংলাদেশিস বিয়ন্ড বর্ডার’ নামে একটি ফেসবুক গ্রুপে যোগ দেওয়ার আগে বিদেশে পড়াশোনা করার ধারণা আমার কখনও ছিল না। আমার পরিবারের অনুপ্রেরণা এবং সমর্থনে আমি তখন থেকেই এটির জন্য পরিকল্পনা শুরু করি। দুর্ভাগ্যবশত, আমার বাবা ২০২১ সালের ২৪মে মারা যান যা আমাকে খুব বিষণ্ণ করে তুলেছিল এবং আমি আমার ভবিষ্যত নিয়ে আশাহত ছিলাম। কিন্তু আমার মায়ের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়ে আমি ফিরে এসেছি এবং এর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়েছি।” তাশরিকের একটি সুস্পষ্ট ভবিষ্যত পরিকল্পনা রয়েছে, তিনি বলেন, “উইলিয়ামস থেকে স্নাতক হওয়ার পর, আমি রোবোটিক্স এবং নিউরোসায়েন্সে ক্যারিয়ার গড়তে চাই। আমি মেশিন ও মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে কম্পিউটারের প্রতি আমার ভালোবাসা এবং ড্রাইভ ব্যবহার করতে দৃঢ় প্রতিজ্ঞ।


তাশরিক আহমদ


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট