জন্মস্মর : আবিদ আজাদ

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২২

জন্মস্মর : আবিদ আজাদ

 ||••|| মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ||••||

পূংক্তি : এই কবিতাটি আজ প্রকাশিত হয়েছে লেখকের প্রকাশিত গ্রন্থ থেকে এই অংশটি । ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে ধারাবাহিকতায় মাধ্যমে প্রকাশিত হবে পাঠ দর্শক শ্রোতাদের নিকট । বিশিষ্ট কবি আবিদ আজাদের সুযোগ্য সন্তান , চ্যানেল বাংলা ভিশন টিভির সূনামধন্য রিপোর্টার , তাইমুর রশীদ । তাইমুর তাঁহার বাবা এই সমস্ত কবিতা সমগ্র সবগুলো একত্রে নতুন আঙ্গিকে আবারও এই কবিতা সমগ্র একটি বই খুব শীঘ্রই প্রকাশিত করার উদ্যোগ নিয়েছে তাইমুর রশীদ । সুপ্রিয় পাঠক দর্শক শ্রোতাদের কাছে আজ এই পর্যন্তই আমি অল্প পূংক্তি কিছু তুলে ধরলাম । সামনে বিস্তারিত বিষয়ে পুর্নমার্জিত সহকারে আসবে বিভিন্ন নিউজ পোর্টালের মধ্যে । চোখ রাখুন – সিলেট সংবাদ নিউজ পোর্টাল | বাংলা পোস্ট নিউজ পোর্টাল | দৈনিক নয়াদেশ পত্রিকার সাহিত্য বিভাগের মধ্যে ।


জন্মস্মর


||••|| আবিদ আজাদ ||••||

স্বপ্নের ভিতরে আমার জন্ম হয়েছিল

সেই প্রথম আমি যখন আসি
পথের পাশের জিগা-গাছের ডালে তখন চড়চড় করে উঠছিল রোদ
কচুর পাতার কোষের মধ্যে খণ্ড-খণ্ড রুপালি আগুন
ঘাসে-ঘাসে নিঃশব্দ চাকচিক্য-ঝরানো গুচ্ছ গুচ্ছ পিচ্ছিল আলজিভ
এইভাবে আমার রক্তপ্রহর শুরু হয়েছিল
সবাই উঁকি দিয়েছিল আমাকে দেখার জন্য
সেই আমার প্রথম আসার দিন
হিংস্রতা ছিল শুধু মানুষের হাতে,
ছিল শীত, ঠাণ্ডা পানি, বাঁশের ধারালো চিলতা, শুকনো খড় আর অনন্ত মেঝে ফুঁড়ে গোঙানি-
আমার মা
স্বপ্নের ভিতর সেই প্রথম আমি মানুষের হাত ধরতে গিয়ে
স্তব্ধতার অর্থ জেনে ফেলেছিলাম, মানুষকে আমার প্রান্তরের মতো মনে হয়েছিল-
যে রাহুভুক।

অন্যমনস্কভাবে আমার এই পুনর্জন্ম দেখেছিল
তিনজন বিষণ্ন অর্জুন গাছ।
সেই থেকে আমার ভিতরে আজো আমি স্বপ্ন হয়ে আছি-

মা, স্বপ্নের ভিতর থেকে আমি জন্ম নেব কবে ?


আবিদ আজাদ, ঘাসের ঘটনা (১৯৭৬)


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট