ইমামদের ওপর খবরদারি বন্ধ করতে হবে : রেজাউল করিম

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

Manual3 Ad Code

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম নোয়াখালী ও নাটোরে দুই ইমাম গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, ইমামদের ওপর খবরদারি বন্ধ করতে হবে।

Manual1 Ad Code

সংগঠনটির প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে  সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, ‘ইমামরা সবচেয়ে সম্মানী ব্যক্তি। কাজেই খুতবা নজরদারির নামে ইমামদের ওপর খবরদারি বন্ধ করতে হবে।’

Manual2 Ad Code

বিবৃতিতে বলা হয়, ‘ইসলামিক ফাউন্ডেশনের খুতবা না পড়ায় নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বানদত্ত বাজার জামে মসজিদের ইমাম হাফেজ বেলাল হোসেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে নাটোরের নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফজলুর রহমান অসুস্থতার জন্য জুমার নামাজ পড়াতে না পারায় তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

বিবৃতিতে তিনি বলেন, ‘একদিকে ইসলামিক ফাউন্ডেশন থেকে বিবৃতির মাধ্যমে বলা হয়েছিল, এই খুতবা বাধ্যতামুলক নয়, বরং নমুনা স্বরূপ। অপরদিকে  সরকারের খাদ্যমন্ত্রী বলছেন, তাদের খুতবা অনুসরণ না করলে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রীর বক্তব্যের পর থেকে এসব ঘটনা ঘটছে।’

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code