২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে ও ঝুঁকি এড়াতে সিলেট নগরীর শাহী ঈদগাস্থ সদর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চলমান নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশে বুধবার (৩১ মার্চ) সকালে মেলা স্থগিত করা হয়। এ মর্মে মেলাস্থলের টিনের বাউন্ডারিতে নোটিশ টানিয়েছেন কর্তৃপক্ষ।
মেলা সাময়িকভাবে স্থগিতের বিষয়ে কর্তৃপক্ষ বলেন, মেলায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। তাই করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ও সরকারি নির্দেশনা মেনে জনস্বাস্থ্য রক্ষার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, শাহী ঈদগাস্থ সদর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গত ৮ মার্চ এ মেলার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D