ফেসবুকের প্রোফাইল পিকচারে রাখা যাবে না রাজনৈতিক দলের ছবি

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

ফেসবুকের প্রোফাইল পিকচারে রাখা যাবে না রাজনৈতিক দলের ছবি

Manual7 Ad Code

সম্প্রতি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠায় বেশ চাপে রয়েছে ফেসবুক। নিজেদের এ অভিযোগ থেকে দায়মুক্ত করতে ইতোমধ্যেই নানা পদেক্ষেপ নিয়েছে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। তারই অংশ হিসেবে নতুন সিদ্ধান্ত নিল তারা। ফলে এখন থেকে ফেসবুকের কোনো কর্মী তার ব্যক্তিগত পেজের প্রোফাইল পিকচারে কোনো রাজনৈতিক দলের ছবি বা রাজনৈতিক ব্যক্তিত্বের মুখ ব্যবহার করতে পারবে না।

Manual3 Ad Code

ঘনিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিনক্ষণ। ইতোমধ্যেই প্রচারে নেমে গেছে প্রার্থীরা। এরমধ্যে এ কঠিন সিদ্ধান্ত নিল ফেসবুক। ফেসবুক এই নির্দেশিকা জারি করেছে তাদের কর্মীদের জন্য। ফেসবুকের কোনও কর্মী রাজনৈতিক প্রোপাগান্ডা করার জন্য এই প্ল্যাটফর্মকে ব্যবহার করতে পারবে না বলে জানানো হয়েছে। এছাড়াও বিতর্কিত কোনও ইস্যু, যেমন ব্ল্যাক লাইভস ম্যাটারের মতো কোনও ঘটনাকে সামনে রেখে প্রোফাইল পিকচার তৈরি করা যাবে না বলে জানানো হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি বলছে, ফেসবুকের কোনো কর্মী কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনও বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করেন, তা প্রকাশ করা যাবে না। নিরপেক্ষ থাকাই লক্ষ্য ফেসবুকের। ফেসবুকের মুখপাত্র জো ওসবোর্ণ এক বিবৃতিতে একথা জানিয়েছে।

এর আগে, গত সপ্তাহে ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ জানান, সব ধরণের বিতর্ক এড়াতে ফেসবুক বিশেষ কিছু উদ্যোগ নিচ্ছে। খুব দ্রুত এগুলি কার্যকর করা হবে বলেও জানান তিনি। এছাড়া তিনি আরও জানান, কর্মক্ষেত্রে সঠিক পরিবেশ বজায় রাখতে ফেসবুকের এই সিদ্ধান্ত কার্যকরী প্রমাণিত হবে বলেই আশা। তবে বিশেষ ফ্রেম ব্যবহার করা যেতে পারে, যা রাজনৈতিক দল বা কোনও ইস্যুকে সামনে তুলে ধরে।

Manual8 Ad Code

এছাড়াও সম্প্রতি ফেসবুকে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি আরও কড়াকড়ি করা হয়েছে কোনরকম পোস্ট করার ক্ষেত্রে। তবে জানা গিয়েছে আগামী পয়লা অক্টোবর থেকে বদলাচ্ছে নিয়ম। যদিও কিছুদিন ধরেই ফেসবুকের একাধিক গ্রাহক জানিয়েছিলেন বেশ কিছু নোটিফিকেশন পাচ্ছিলেন। যা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। কিন্তু জানানো হয়েছে বিষয়টি নিয়ে উদ্বেগের কোন কারণ নেই।

Manual1 Ad Code

ফেসবুক প্রধান মার্ক জুকেরবার্গ জানিয়েছিলেন, আগামী ১ তারিখ থেকে কোন ইউজারের পোস্ট যদি ফেসবুক নিয়মের বিরুদ্ধে যায় সে ক্ষেত্রে ফেসবুকের তরফে সংশ্লিষ্ট পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। সেই পোস্ট ব্লক করা হতে পারে অথবা সেই পোস্ট মুছে দেওয়া হতে পারে। গ্রাহকদের কাছে ফেসবুকের আকর্ষণ ধরে রাখার জন্য তাদের তরফে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আনা হয়েছে একাধিক ফিচার। এবার আপডেট করা হল ফেসবুকের নিয়মাবলী।

Manual6 Ad Code


Manual1 Ad Code
Manual5 Ad Code