হোয়াটসঅ্যাপে নতুন তিন ফিচার

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

হোয়াটসঅ্যাপে নতুন তিন ফিচার

Manual7 Ad Code

নতুন কল বাটনসহ হোয়াটসঅ্যাপে এলো নতুন তিন ফিচার। ওয়াবেটা ইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ তাদের ২.২০.২০০.৩ অ্যানড্রয়েড বেট আপডেটে আরও তিনটি নতুন ফিচার যোগ করেছে।

রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ শিগগিরই তাদের বেটা ভার্সনে নতুন তিনটি ফিচার যুক্ত করবে। এই তিনটি ফিচার হল নতুন ক্যাটালগ শর্টকাট, নতুন কল বাটন ও হোয়াটসঅ্যাপ ডুডল । এই ফিচারগুলো ব্যবহার করার জন্য আপনাকে লেটেস্ট বেটা ভার্সন (২.২০.২০০.৩) ডাউনলোড করতে হবে।

Manual4 Ad Code

নতুন ক্যাটালগ শর্টকাট

ওয়াবেটা ইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, হোয়াটসঅ্যাপ তাদের বিজনেজ চ্যাটে কুইক শর্টকাট ফিচার যুক্ত করবে। ক্যাটালগ সেট করা হলে এখানে নতুন কল বাটনও দেখা যাবে। এছাড়াও এই ক্যাটালগে অন্যান্য তথ্যও থাকবে।

Manual6 Ad Code

নতুন কল বাটন

রিপোর্ট অনুযায়ী এটিও বিজনেজ চ্যাটের জন্য আনা হচ্ছে। এখানে ভয়েস কল ও ভিডিও কল বাটনকে মিশিয়ে দেওয়া হবে (যদি ক্যাটালগ সেট করা হয়)। অর্থাৎ আপনি একটি বাটনে ক্লিক করলেই ভয়েস বা ভিডিও কলের বিকল্প বেছে নিতে পারবেন।

Manual6 Ad Code

হোয়াটসঅ্যাপ ডুডল

হোয়াটসঅ্যাপ ডুডল এর মাধ্যমে আপনি চ্যাটে একটি সিগনেচার ডুডল যুক্ত করতে পারবেন। এই ধরণের ফিচার কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপ ওয়েবে এও দেখা গিয়েছিল।

Manual5 Ad Code


Manual1 Ad Code
Manual3 Ad Code