এবার স্মার্টফোনে থাকবে বাটন!

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০

এবার স্মার্টফোনে থাকবে বাটন!

Manual2 Ad Code

নতুন মডেলের ৫জি স্মার্টফোন বাজারে আনছে কানাডিয়ান কোম্পানি ব্লাকবেরি। ৫জি সাপোর্টেড এ ফোনটিতে টাচ স্ক্রিনের সঙ্গে যুক্ত থাকবে বাটনও। অনয়ার্ড মোবিলিটি ও এফআইএইচ কোম্পানির সঙ্গে যৌথভাবে নতুন মডেলের এ ফোনটি বাজারে আনছে ব্লাকবেরি।

Manual6 Ad Code

বুধবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্লাকবেরি এ তথ্য জানিয়েছে। প্রযুক্তিভিত্তিক সাইট এনড্রয়েড সেন্ট্রাল ব্লাকবেরির বরাত দিয়ে তাদের নতুন মডেলের এ ফোন সংক্রান্ত সংবাদ প্রকাশ করে।

এনড্রয়েড সেন্ট্রালের তথ্য অনুযায়ী, আগামী বছরের প্রথম দিকে উত্তর আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর বাজারে এ ফোনটি ছাড়বে ব্লাকবেরি। অনয়ার্ড মোবিলিটি ও এফআইএইচ কোম্পানির সঙ্গে যৌথভাবে বাজারে আনা ব্লাকবেরির এটিই প্রথম ফোন। বিজনেস ব্যক্তিত্বদের জন্য তারা ফোনটি ডিজাইন করছে বলে জানানো হয়েছে।

Manual7 Ad Code

অনওয়ার্ড মোবিলিটির প্রধান নির্বাহী কর্মকর্তা পেটার ফ্রাঙ্কলিন বলেন, বিজনেস ব্যক্তিত্বরা একটি নিরাপদ ও শক্তিশালী ৫জি ফোনের অপেক্ষায় আছে। ব্লাকবেরি এর আগেও যেসব ফোন বাজারে এনেছে তাতে শক্তিশালী যোগাযোগ ও ডাটার নিরাপত্তা দিতে সক্ষম এমন ফোনই বাজারে এনেছে। এটি তেমনি একটি ফোন হবে। আমরা মনে করি, ব্লাকবেরি ও এফআইএইচ’র সাথে পরবর্তী প্রজন্মের জন্য ৫জি ফোনটি বাজারে আনা আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ।

Manual5 Ad Code

ব্লাকবেরির প্রধান নির্বাহী জন চেন বলেন, এটা ভেবে আমরা খুবই আনন্দিত যে, অনওয়ার্ড মোবিলিটি ব্লাকবেরির সাথে মিলে একটি ৫জি বাটন ফোন তৈরিতে সম্মত হয়েছে। আমরা আশা করছি, আমাদের ব্র্যান্ড বিশ্বাস ও নিরাপত্তার যে মান ধরে রেখেছে সেটি এই ফোনেও বজায় থাকবে।

Manual5 Ad Code

নতুন এ ফোন সম্পর্কে ব্লাকবেরি আরও জানায়, এর আগে ব্লাকবেরি যেসব ফোন বাজারে এনেছে এটি সেরকম হবেনা। তিন কোম্পানি মিলে একটি বিশ্বমানের ফোন তৈরি করার নিশ্চয়তা দিচ্ছে। ফোনটির ডিজাইন বানাবে অনওয়ার্ড মোবিলিটি, হার্ডওয়ার্ড দেখবে এফআইএইচ মোবাইল এবং ব্লাকবেরি প্রয়োজনীয় সার্বিক পরামর্শ ও দিকনির্দেশনা দেবে।


Manual1 Ad Code
Manual3 Ad Code