সেপ্টেম্বরে আসছে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২০

সেপ্টেম্বরে আসছে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ

Manual5 Ad Code

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে সেপ্টেম্বরের ৮ তারিখে আসছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ১১। অনেকটা অনাকাঙ্খিতভাবেই খবরটি গুগলের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

অ্যান্ড্রয়েড পুলিশ নামের ওয়েবসাইট জানায়, ‘হে গুগল’ শিরোনামে প্রতিষ্ঠানটির ‘স্মার্ট হোম সামিট’ চলার সময় স্লাইড শোতে হঠাৎ করেই একটি স্লাইড চলে আসে। স্লাইডটির টাইটেলে লেখা ছিল ‘চেকলিস্ট ফর সেপ্টেম্বর ৮ অ্যান্ড্রয়েড ১১ লঞ্চ’। তারিখটি বিশেষভাবে উল্লেখ করা ছিল স্লাইডটির উপরের ডান দিকে।

Manual4 Ad Code

আবার গুগলের মিশেল টার্নার নতুন সংস্করণের পাওয়ার মেনু সম্পর্কে আলোচনার সময় বলেন, সেপ্টেম্বরের ৮ তারিখে আমরা এটি উন্মোচন করতে যাচ্ছি।

Manual4 Ad Code

এই সংস্করণে নতুন কিছু ফিচার থাকছে। যেমন নোটিফিকেশনকে সম্পূর্ণ নতুনভাবে সাজানো হচ্ছে। এছাড়া থাকছে স্মার্ট হোম। এর আগে গুগল অ্যান্ড্রয়েডের ১০ম সংস্করণ গত বছর একই মাসের তিন তারিখে উন্মুক্ত হয়েছিল।

Manual7 Ad Code


Manual1 Ad Code
Manual8 Ad Code