যেসব ফিচারে আসতে পারে ফোল্ডেবল আইফোন

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২০

যেসব ফিচারে আসতে পারে ফোল্ডেবল আইফোন

Manual7 Ad Code

মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে এখনো নতুন ফোল্ডেবল আইফোনের নাম চূড়ান্ত করেনি অ্যাপল। তবে ধারণা করা হচ্ছে এর নাম হবে আইফোন ফ্লিপ অথবা আইফোন ফোল্ড। তবে নাম নির্ধারণ করা না হলেও প্যাটেন্টের কল্যাণে এটি দেখতে কেমন হবে সে সম্পর্কে কিছু ধারণা পাওয়া যাচ্ছে।

Manual1 Ad Code

নাম নির্ধারণ করা না হলেও প্যাটেন্টের কল্যাণে এটি দেখতে কেমন হবে সে সম্পর্কে কিছু ধারণা পাওয়া যাচ্ছে।

Manual1 Ad Code

অ্যাপলের পক্ষ থেকে প্রকাশিত এক বার্তায় ফোল্ডেবল আইফোনের সম্ভাব্য নকশা আঁচ করতে পারছে টেক বিশ্ব। যদিও নিশ্চিত ভাবে বলা যায় না যে, এটিই চূড়ান্ত নকশা। তবে ফোনটি বানানোর সময় অ্যাপল কোন কোন দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তা নিশ্চিত ভাবেই বলা যায়।

আইফোন ফোল্ডের প্যাটেন্ট দেখে ফোনটিকে অনেকাংশেই স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপের মতো লাগে। গ্যালাক্সি জেড ফ্লিপ ও মটোরোলা রেজরের মতো এতে আলাদা করে নোটিফিকেশন ডিসপ্লে থাকছে না। প্রধান ডিসপ্লের কিছু অংশ ভাঁজ করে রাখা অবস্থাতেও বের হয়ে থাকবে নোটিফিকেশন দেখার জন্য।

Manual6 Ad Code

একাধিক ডিসপ্লে না থাকাতে এই ফোনটি তৈরির খরচ কিছুটা কমে আসবে আর ব্যাটারি খরচের দিক থেকেও স্যামসাং ও মটোরোলা থেকে কিছুটা সাশ্রয়ী হবে বলে ধারণা করা যায়।

যে প্যাটেন্টটি নিয়ে কথা হচ্ছে সেটা সম্পূর্ণ গুজবও হতে পারে। তাই এখনই আইফোন ফোল্ড কেনার জন্য পরিকল্পনা করে রাখা ঠিক হবে না।

Manual4 Ad Code

এর আগেও আইফোনের ফোল্ড ফোনের গুজব ছড়িয়েছিল যা এখনো আলোর মুখ দেখেনি। বর্তমান যুগে ফ্যাশন দুনিয়াতে ফ্লিপ ফোনের একটা বাজার সৃষ্টি হচ্ছে। সে বাজারে আপাতত স্যামসাং ও মটোরোলা রাজত্ব করছে।

অ্যাপল বরাবরই অভিনব প্রযুক্তির পাশাপাশি মানুষের ফ্যাশনের চাহিদাকে গুরুত্ব দিয়ে আসছে। এই দৃষ্টিকোণ থেকেই আশা করা যায় ফোল্ডিং ফোনের এবারের গুজব হয়তো গুজব হয়েই থাকবে না।


Manual1 Ad Code
Manual5 Ad Code