দক্ষিণ সুরমায় ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, মে ৮, ২০২০

দক্ষিণ সুরমায় ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

জমি নিয়ে বিরোধের জেরে দক্ষিণ সুরমার লালাবাজারের ভরাউট গ্রামে আপন ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা আব্দুল জব্বার (৫৩)। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আব্দুল জব্বার ও তার বড়ভাই আব্দুস সাত্তারের মধ্যে পারিবারিক জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার বিকেল ৩ টায় আব্দুস সাত্তারের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে জব্বার-এর বসত ঘরে ঢুকে পড়ে।

এসময় আব্দুস সাত্তারের ছেলে ফাহিম আহমদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে চাচা জব্বারকে এলোপাতাড়ি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ নিহতের ভাতিজা ফাহিমকে আটক করেছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট