কমলগঞ্জে ১৮০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৬

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় মাঠে পিএসসি, জেএসসি ও এসএসসি উত্তীর্ণ ১৮০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব পুণ্যব্রত চৌধুরী।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজকান্ত সিংহের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন ও বিলকিস বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দীন, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, সহকারী অধ্যাপক ডঃ রনজিত সিংহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুমিন তরফদার, সাংবাদিক মুজিবুর রহমান, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক প্রভাত কুমার সিংহ ও সাবেক প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সিংহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী নেতা বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সাংবাদিক শাব্বির এলাহী, উপজেলা স্কাউটস কমিশনার মোশাহীদ আলী, স্থানীয় ইউপি সদস্য রুপেন্দ্র সিংহ, চা জনগোষ্ঠীর নেতা মোহন রবিদাস।
বাংলাদেশ মনিপুরী আদিবাসী ফোরামের ৮ম আয়োজনে কমলগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিএসসি, জেএসসি ও এসএসসি উত্তীর্ণ ১৮০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করে সকলকে একটি সনদ, একটি কলম, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে একটি বই, একটি ইংলিশ অভিধান ও একটি সংবিধানের ছোট বই প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code