করোনায় গুজব ঠেকাতে দুই শিক্ষার্থীর মোবাইল অ্যাপ

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২০

করোনায় গুজব ঠেকাতে দুই শিক্ষার্থীর মোবাইল অ্যাপ

Manual1 Ad Code

পুরো বিশ্বে ছড়িয়ে পড়া মরণঘাতী নোভেল করোনাভাইরাস এর ভয়াল থাবায় বিপর্যস্ত সবাই। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহান প্রদেশে করোনার সংক্রমণ দেখা দিলেও এখন এটি আর কেবল উহানেই সীমাবদ্ধ নয়। বরং ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে।

এখন পর্যন্ত প্রায় তেইশ লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রায় দেড় লক্ষ মানুষ মারা গিয়েছে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ব্যাপকভাবে ছড়িয়েছে করোনাভাইরাস। নানা অসংগতি আর অসতর্কতার ফলে একের পর এক এলাকায় সংক্রমিত হয়েছে ইতোমধ্যেই।

Manual8 Ad Code

এমতাবস্থায় দেশের কিছু অতি উৎসাহী মানুষ এই ভাইরাসকে কেন্দ্র করে অনেক গুজব তৈরি করছে যা দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় ব্যাপক ঝুঁকির সম্মুখীন করেছে। আর এসব গুজব কে প্রাধান্য দিয়ে ভাইরাস মোকাবেলার গুরুত্বও হারিয়ে ফেলেছে অনেক মানুষ।

Manual7 Ad Code

এমন পরিস্থিতিতে আশার আলো দেখালেন বাংলাদেশের দুই শিক্ষার্থী। মানুষকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে এবং সচেতন করতে STOP CORONA নামক মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code